কটাক্ষের সুরেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরগ্য কামনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি নেতা অমিত শাহ। রবিবার তিনি রাজ্যে কয়েক জায়গায় প্রচার সভা করেন। পূর্ব বর্ধমানের জামালপুর, পূর্বস্থলী ও উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে সভা করেন অমিত শাহ। এদিন জামালপুরের সভা থেকে কটাক্ষের সুরেই অমিত শাহ বলেন, ‘দিদি ২ মে-র আগে সেরে উঠুন। উনি যেন হেঁটে হেঁটেই রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র দিতে যেতে পারেন’। এরপরই অমিত শাহ দাবি করলেন, শেষ হওয়া পাঁচ দফায় বিজেপি ইতিমধ্যেই ১২২ আসন পেয়ে গিয়েছে।
এদিন অমিত শাহ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমুল আক্রমণ করতে গিয়ে বলেন, দিদি মৃত্যু নিয়েও রাজনীতি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরেই এদিন তিনি বলেন, শীতলকুচির মৃতদের নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও তিনি কটাক্ষের সুরে বলেন, দিদি বড় নেত্রী, গোটা দেশই তাঁর নাম জানে। তাই তাঁকে হারাতে হলে বিপুল ব্যবধানে হারাতে হবে। যে যত বড় নেতা, তাঁর বিদায়ও তত বড় হওয়া উচিত। তাই নন্দীগ্রামে দিদির হারের ব্যবধানও অনেক বেশি হবে। তিনি আরও বলেন, তৃণমূল বাংলায় যে বোমা-বন্দুকের নতুন মডেল চালু করেছে তার বিদায় হবে এবার। বিজেপি ক্ষমতায় এসে এই মডেল বদলে দেবে। ক্ষমতায় এলে উন্নয়ন হবে, সোনার বাংলা তৈরি হবে। পরে এদিন উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি রোড শো করেন অমিত শাহ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের বিদায়ী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতিও বটে। বিশাল রোড শো করে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে জেতানোর আহ্বান জানান অমিত শাহ।
Post a Comment
Thank You for your important feedback