চুঁচুড়ায় আক্রান্ত লকেট, ভাঙচুড় গাড়ি, আটক ৫

ভোট চতুর্থীতে উত্তরবঙ্গে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির ছাড়া ভোট মোটামুটি স্বাভাবিক। তবে হুগলির চুঁচুড়াতে এদিন আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে। তাতে লকেটের হাতে আঘাত লেগেছে। অভিযোগের তির তৃণমূলের দিকেই। লকেটের দাবি, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ চুঁচুড়া বিধানসভার ৬৬ নম্বর বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি তৃণমূলের মহিলারা সেখানে ছাপ্পা ভোটও দিচ্ছিলেন। খবর পেয়েই তিনি সেখানে যান। এরপরই তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথরের বৃষ্টি হয়। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়িও।

 যদিও তৃমমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। উল্টে তাঁদের দাবি, বিজেপিই ওই বুথে ঢুকে হামলা চালিয়েছে। পুলিশ সূত্রে খবর, বিজেপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। উল্লেখ্য গতকালই কমিশন নির্দেশ দিয়েছিল মহিলা প্রার্থীদের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল হুগলিতে আক্রান্ত হলেন বিজেপির মহিলা প্রার্থী। অপরদিকে হুগলির চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর সঙ্গে থাকা সংবাদমাধ্যমের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীনসেন বিদ্যাপীঠের সামনে।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post