উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। রুপোলি পর্দার অভিনেত্রী তৃতীয় দফার ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরে বেড়ালেন। তবে তাল কাটল বিকেলের দিকে। স্থানীয় নবগ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের দলের এক কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। সেখানে তাঁকে ঘিরেও গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করেন পাপিয়া। অভিযোগ, সেই সময় হামলার মুখে পড়েছেন তিনি। তাঁকে চড়-থাপ্পড় মারা হয়েছে বলেই দাবি বিজেপির। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে ঘটে এই ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যদিও বিজেপি প্রার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাপিয়া অধিকারী বলেন, এক বিজেপি কর্মীকে তলোয়ার দিয়ে কোপ মারা হয়েছে। খবর পেয়েই আমি উলুবেড়িয়া হাসপাতালে যাই। সেখানেই আমাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। পাপিয়ার অভিযোগ, তাঁকে ওখান থেকে সরে যেতে বলেন তাঁরা। তিনি হাসপাতাল থেকে বের হওয়ার মুখেই হামলা চালানো হয়। সেখানে পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ বিজেপির তারকা প্রার্থীর। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে রণক্ষেত্রের চেহারা নেয় ঘটনার পর। বিজেপির দাবি, পাপিয়াকে ঘটনাস্থল থেকে বের নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁর দেহরক্ষীরা। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি, কারণ হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। গোটা ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীও আহত হযেছেন বলে দাবি করেছে পদ্ম শিবির।
Post a Comment
Thank You for your important feedback