করোনায় আক্রান্ত তারকা প্রার্থী পার্নো

 


বেড়েই চলেছে করোনা  সংক্রমণ । এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী পার্নো মিত্র। সোমবার সকালে টুইটে করে তিনি নিজের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। গত সাতদিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরকেও কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন পার্নো । পাশাপাশি  তাঁদেরকে আইসোলেশনে থাকার পরামর্শও  দিয়েছেন তিনি । সাবধানতার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষকে মাস্ক পরারও পরামর্শ দিয়েছেন পার্নো । 

এবারের বিধানসভা নির্বাচনে বরাহনগর (উত্তর) কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী পার্নো  মিত্র । পঞ্চম দফায় নির্ধারিত হয়ে গিয়েছে তাঁর ভাগ্য । তৃণমূলের বিদায়ী মন্ত্রী তাপস রায়ের সঙ্গে টক্কর পার্নোর । নিজের কেন্দ্রে নির্বাচনী প্রচারে বহু মানুষের সংস্পর্শে এসেছেন টলিউডের এই অভিনেত্রী । তা থেকেই সম্ভবত করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।  এর আগে নির্বাচনী প্রচারে নেমে করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক টলি তারকা । স্বামী রাজ চক্রবর্তীর প্রচারে গিয়ে কোভিডের কবলে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও । করোনা আগেই থাবা বসিয়েছিল রাজকে। পরে সুস্থ হয়ে ওঠেন তিনি । করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী চৈতি ঘোষালও। করোনা আক্রান্ত হয়ে ঘরবন্দী বিজেপির আরও এক তারকা নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post