শুক্রবার ছিল নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠক। রাজ্যে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশন জানিয়ে দিল প্রচারের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, শেষ তিন ভোটে সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কোনও প্রচার করতে পারবে না রাজনৈতিক দলগুলি। অর্থাৎ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্তই প্রচার করা যাবে। অপরদিকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বাকি দফাগুলিতেও ভোটের ৭২ ঘন্টা আগেই প্রচার শেষ করে দিতে হবে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল করোনা পরিস্থিতিতে ভোট এবং প্রচার নিয়ে। সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভিড় রুখতে জেলাশাসক ও কমিশনকেই দায়িত্ব নিতে হবে। এমনকি প্রয়োজনে ১৪৪ ধারা ব্যবহার করা যেতে পারে বলেও জানিয়ে দেয় হাইকোর্ট। এছাড়া কড়াভাবে জনসভায় সকলের মাস্ক পরাও বাধ্যতামূলক করে কলকাতা হাইকোর্ট। এরপরই নির্বাচন কমিশন প্রচারের সময়সীমা বেঁধে দিয়ে করোনা সংক্রমণে রাশ টানার চেষ্টা করল।
Post a Comment
Thank You for your important feedback