‘কেন্দ্রীয় বাহিনীর প্রতি সম্মান দেখান’, রাজ্যপালের টুইট খোঁচা

শনিবার কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল ভোট চলাকালীন। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। ঘটনার ২৪ ঘন্টা পর এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ভোটে মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করলেও নাম না করে খোঁচা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন টুইটে রাজ্যপাল লেখেন, ‘কোচবিহারের ঘটনায় অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই’। সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর প্রতি সকলের সম্মান প্রদর্শন করার কথাও মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

 


এদিন টুইটে রাজ্যপাল নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন। তিনি ওই টুইটে আরও লিখেছেন, ‘শাসকের নিজেদের রাজধর্ম পালন করা উচিৎ। সরকারি কাজে নিযুক্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ও আধাসেনার প্রতি সম্মান দেখানো উচিৎ’। রাজনৈতিক মহলের মতে এই কথার মাধ্যমে তিনি আসলে মুখ্যমন্ত্রীকেই বিঁধেছেন। প্রসঙ্গত, শীতলকুচির ঘটনায় মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই আক্রমণ করছেন। কমিশনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও এনেছেন। সেই বিষয়েই নিজের মতামত দিয়ে মুখ্যমন্ত্রীকে রাজধর্ম মনে করালেন রাজ্যপাল।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post