দফা আটঃ বীরভূম জুড়ে ব্যাপক বোমাবাজি, কলকাতায় উত্তেজনা

বুধবার রাত থেকেই বীরভূমের অনেক জায়গায় বোমাবাজির খবর আসে। বৃহস্পতিবার সকাল থেকেই বীরভূমের ইলমবাজার, নানুর ও লাভপুরে ব্যাপক বোমাবাজি হয়। অষ্টম দফায় ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নানুর। বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়িতে ভাঙচুরের অভিযোগ। এমনকি বিজেপি প্রার্থী নিজেও আক্রান্ত হয়েছেন। অপরদিকে ইলমবাজারে গতকাল রাত থেকেই বোমাবাজির ঘটনায় প্রবল উত্তেজনা রয়েছে। বুধবার রাতে ইলামবাজার থানার বাতিকার গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা শেখ বদরুলের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ। তার বাড়ির চারিদিকে ও দেওয়ালে বোমার ছাপ রয়েছে। একইসঙ্গে বাড়ির মধ্যে পড়ে রয়েছে তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইলামবাজার থানার পুলিশ বাহিনী।

 

ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল...

 বৃহস্পতিবার সকালেও ইলমবাজারে ব্যাপক উত্তেজনা রয়েছে। অপরদিকে বোলপুর বিধানসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি বুথ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠল। এই ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার নির্বাচন শুরুর আগেই বিজেপির বুথ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুবরাজপুর বিধানসভার নোয়াপাড়া ৫৯ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।। অন্যদিকে বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে বুথের কাছে উদ্ধার তাজা বোমা। ১ জনকে আটক করেছে পুলিস।


 অষ্টম দফায় উত্তর কলকাতার একাধিক এলাকায় উত্তেজনা ছড়াল ভোট শুরু হতেই। জোড়াসাঁকোয় 'আক্রান্ত' বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। মুক্তিরামবাবু স্ট্রিটে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মহাজাতি সদনের সামনেই পরপর বোমা পড়ে। বিজেপি প্রার্থী মীনাদেবীর অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশেই বোমা মারা হয়েছিল। এর আগে সেন্ট্রাল অ্যাভিনিউতেও বোমাবাজি হয়েছে। 

বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় মানিকতলায়। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হেনস্থার অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল। কল্যান চৌবের অভিযোগ, তাঁকে লক্ষ্য করে লাথি-ঘুষি চালানো হয়েছে। আক্রান্ত হয়েছেন পুলিশকর্মীরাও। এক পুলিশ কর্মীর জামাও ছিঁড়ে দেওয়া হয়েছে। বিজেপি প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূলকর্মীরা। পুলিশের সামনেই চলে দু’দলের ধস্তাধস্তি। ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডেও। ঘটনাস্থলে ১০০ মিটারের মধ্যেই দু’দলের প্রার্থী। ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভিড় হটাতে লাঠি হাতে তেড়ে যায়।

 এর আগে মানিকতলার ৫৬ নং বুথে বিজেপি এজেন্টকে হেনস্তা, পরিচয়পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কমিশনে অভিযোগ দায়ের। অপরদিকে, চৌরঙ্গির তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দিল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ মেট্রোপলিটান স্কুলের বুথে ঢুকতে পারলেন না তিনি। এরপরই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তিনি।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post