মঙ্গলবারই রাজ্যে প্রচারে এসে উত্তরবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলনেত্রীকে তুমুল আক্রামণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘন্টাখানেকের মধ্যেই উত্তরবঙ্গ থেকেই পাল্টা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুরদুয়ায়ের কালচিনি এবং কোচবিহারের মাথাভাঙায় দুটি জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালচিনি থেকেই তিনি প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন। বললেন, ‘প্রধানমন্ত্রী মোদি একজন মিথ্যাবাদী। প্রতিটি সভায় তিনি আমাকে মিথ্যা ও আমার দলের নামে মিথ্যা কথা বলেন’। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও তীব্র আক্রমণ করে তৃণমূলনেত্রী বলেন, ‘গ্যাস নেহি চাহিয়ে। কোল বেচ দিয়া। রেল বেচ দিয়া। সব বিক্রি করে দিচ্ছে। ক্যায়সে দেশ চলেগা! আমরা বাংলায় কিছু বেচতে দিচ্ছি না’। টার্গেট একুশের নির্বাচন, শাসকদল তৃণমূলের প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেপি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ম করেই রাজ্যে আসছেন প্রচারে। আর দুই শিবিরের আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে বাংলার ভোটপর্ব।
এদিন কালচিনির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে এবার বাড়ি বাড়ি রোশন পৌঁছে দেওয়া হবে। বিজেপির নারায়নী ব্যাটালিযন নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, বিজেপি মিথ্যাবাদী, আমাদের সরকার ইতিমধ্যেই বেঙ্গল পুলিশের মধ্যে একটি নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করেছে। আবার ছত্তিশগড়ে ২২ জওয়ানের মৃত্যুর প্রসঙ্গ তুলেও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়েছেন। মমতা বলেন, ছত্তিশগড়ে একটি এনকাউন্টারে ২২ জন জওয়ানের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? তিনি ক্ষমতা দিয়ে রাফাল থেকে সমস্ত টাকা চুরি করেছেন।
Post a Comment
Thank You for your important feedback