অবশেষে বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি বাংলার প্রচারে এলেন। সংযুক্ত মোর্চার হয়ে তিনি উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এবং জলপাইগুড়ির মাটিগাড়া-নক্সালবাড়িতে জনসভা করলেন। অবশ্য এই দুই কেন্দ্রেই জোটের প্রার্থী কংগ্রেসের। রাহুলের ভাষণের সিংহভাগই ছিল বিজেপি এবং নরেন্দ্র মোদির সমালোচনা। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশি মুখ খুললেন না। রাহুল প্রশ্ন তোলেন, দেশের জন্যই কিছু করেননি প্রধানমন্ত্রী তিনি বাংলার জন্য কি করবেন? তাঁর কণ্ঠে বারবার মোদির ব্যবসায়ী বন্ধু এবং তাঁদের হাতেই দেশ ইত্যাদি অভিযোগ উঠে এসেছে।
রাহুল বলেন বিজেপি বলছে সোনার বাংলা গড়বে কিন্তু ভারতের এই অবস্থা এরকম কেন? ৭ বছরে তিনি কি কি করেছেন? তিনি মানুষকে সতর্ক হতে বলেন| পঞ্চম দফার প্রচারে বঙ্গে এসে রাহুল গান্ধির দাবি, বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। বাংলাকে বাঁচাতেই এসেছি। তৃণমূলনেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, মমতা’জি বলেন, ভোটের সময় খেলা হবে। খেলা খেলতে গেলে তো রাস্তায় হবে। এখানে কলেজে-বিশ্ববিদ্যালয়ের ময়দানে খেলা হবে। সেটা তো আপনি দেবেন না। তবে রাহুল এদিন বেশিরভাগ সময়ই বিজেপিকে আক্রমণ করে গেলন, তাঁর দাবি, বিজেপি বাংলায় ধর্মের বিভাজন করছে। পক্ষান্তরে মমতা এবং তৃণমূলের বিষয়ে প্রায় সেরকম মুখ খুললেন না। তবে কি নজর আগামী দিনে? প্রশ্ন বাংলার রাজনৈতিক মহলে।
Post a Comment
Thank You for your important feedback