নন্দীগ্রামে নির্বাচন হওয়ার পর ও কিন্তু শুভেন্দুর ক্রোধ কমে নি | মঞ্চ থেকে সোশ্যাল নেটওয়ার্কে ক্রমাগত তাঁকে টার্গেট করে 'গদ্দার' বলা হচ্ছে | তিনিও থেমে নেই, প্রায় প্রতিটি মঞ্চে ভাইপো ছেড়ে এবার আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে | ক্রমাগত তিনি 'বেগম' শব্দটি ব্যবহার করছেন | ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে তাঁর কাছে পত্র এসেছে এবং কারণ দর্শাতে বলা হয়েছে কিন্তু তিনি কোনও উত্তর দেন নি | শনিবার দমদমে বিমলশঙ্কর নন্দ এবং উত্তর দমদমে অর্চনা মজুমদারের হয়ে ভোট প্রচারে আসেন শুভেন্দু অধিকারী | নিউ ব্যারাকপুরের অগ্রদূত সংঘের মাঠে শুভেন্দু ফের বেগম বলে সম্ভাষণ করেন | তিনি জানান বিজেপি জিতছে এবং তিনিও নন্দীগ্রামে জিতেছেন |
Post a Comment
Thank You for your important feedback