ভোটকেন্দ্রে ভোট শান্তিতেই

 

 কিছু বিক্ষিপ্ত ঘটনা হচ্ছেই সকল থেকেই, বোমাবাজির অভিযোগও পাওয়া গিয়েছিলো কিন্তু বেলা বাড়ার সঙ্গে ভোট কেন্দ্র কিন্তু শান্ত | মানুষ কিন্তু ভোট দিচ্ছে এবং লাইন দিয়ে | যদিও সামাজিক দূরত্ব পালিত কতটা হচ্ছে তা নিয়ে সন্দেহ আছে | এবারের ষষ্ঠ দফার ভোট যেখানে যেখানে হচ্ছে তার মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বিশেষ নজরে রয়েছে নির্বাচন কমিশন এবং রাজনীতিপ্রিয় মানুষের | বেলা ১০ টা অবধি ব্যারাকপুর কিন্তু অনেকটাই শান্ত | বাম জমানা থেকেই পশ্চিমবঙ্গের ভোটে অশান্তির ছবি দেখে অভস্থ্ মানুষ | ফলে মানুষ অবাক হয় যদি দেখে শান্তিতে ভোট হচ্ছে | এই অশান্তির সংস্কৃতিতে সব দলই আছে | তৃণমূল বিজেপি এবং ক্ষেত্র বিশেষে আইএসএফ | একদিকে করোনার থাবা, কেউ জানেনা কাল কি হবে কে বাঁচবে কে মরবে ! কিন্তু তা সত্বেও ভোট কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায় জনতা |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post