রাজ্যে করোনা সংক্রমণ দিনদিন বেড়ে চলায় উদ্বিগ্ন সরকার । কোভিড ঠেকাতে কড়া পদক্ষেপ করল প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল সিনেমা হল-শপিং মল। পাশাপাশি বেঁধে দেওয়া হয়েছে বাজারের সময়ও। শুক্রবারই এই মর্মে নির্দেশিকা জারি করেছে নবান্ন।
নির্দেশিকায় জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে শপিং মল, বার, রেস্তোরাঁ, সিনেমা হল, জিম, বিউটি পার্লার, স্পা, সুইমিং পুল। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত ফের খোলা থাকবে বাজার-হাট।
তবে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবায়। খোলা থাকছে ওষুধের দোকান ও মুদির দোকান। অনলাইন পরিষেবা এবং অনলাইন ডেলিভারির ক্ষেত্রে জারি হয়নি কোনও নিষেধাজ্ঞা। সামাজিক কোনও অনুষ্ঠানের জমায়েত করা যাবে না বলেও নির্দেশে দেওয়া হয়েছে। করোনা শৃঙ্খল ভাঙতেই প্রশাসনের এই কড়া পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
Post a Comment
Thank You for your important feedback