রবিবার ছিল রবীন্দ্রনাথের ১৬০ তম জন্মদিবস | প্রবল করোনা আবহে আড়ম্বর বাদ দিয়ে রবীন্দ্রসদনে পালিত হলো ভার্চুয়াল রবীন্দ্র জয়ন্তী | মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, কলকাতার পুলিশ কমিশণার সৌমেন মিত্র, মুখ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ | কবির ছবিতে মাল্যদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | এরপর সংগীত পরিবেশ করলেন ইন্দ্রনীল সেন " আলোকেরই ঝার্নাধারায়" সঙ্গে গলা মেলান মমতাও | আজ ধুতি পাঞ্জাবি পরে উপস্থিত সৌমেনকেও গলা মেলাতে দেখা যায় | আজ সকালে জোড়াসাঁকোতে কবি মূর্তিতে মাল্যদান করেন ববি হাকিম |
Post a Comment
Thank You for your important feedback