অবিলম্বে ডাকুন জিএসটি কাউন্সিলের বৈঠক, নির্মলাকে চিঠি অমিত মিত্রর

ছয় মাসের বেশি সময় হয়ে গিয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠক হয়নি। তৃতীয় তৃণমূল মন্ত্রীসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েই জিএসটি কাউন্সিলের বৈঠক নিয়ে তোপ দাগলেন অমিত মিত্র। তিনি এই বিষয়ে সরাসরি চিঠি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত মিত্রকে। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, যেখানে নিয়মমাফিক তিন মাস অন্তর জিএসটি কাউন্সিলের একটি করে বৈঠক হওয়ার কথা। কিন্তু, গত বছর থেকে এখনও পর্যন্ত দু’বার এই নিয়ম লঙ্ঘিত হয়েছে। তিনি আরও লিখেছেন, ২০২০ সালের অক্টোবর মাসে শেষবার বৈঠক হয়েছিল জিএসটি কাউন্সিলের। এরপর থেকে আজ পর্যন্ত কোনও বৈঠক হয়নি। যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলেই উল্লেখ করেছেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। সেই সঙ্গে তিনি অবিলম্বে ভার্চুয়াল মাধ্যমেই বৈঠক ডাকার দাবি তুলেছেন। এমনিতেই করোনা আবহে দেশজুড়ে চলা লকডাউনের জেরে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড অনেকটা ভেঙে পড়েছে। এর ওপর করোনার দ্বিতীয় ঢেউয়ে আশঙ্কার কালো মেঘ দেখা যাচ্ছে। রাজ্য সরকারগুলোও অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে চলছে। এই পরিস্থিতিতে সংবিধানের ২৭৯এ এবং ২৭৯এ (৮) অনুচ্ছেদ মেনেই এই বৈঠক ডাকা উচিত বলেই অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে চিঠিতে জানিয়েছেন।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post