আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলের পাশেই ভয়াবহ বিস্ফোরণ। তাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৫ জন। মৃতদের অধিকাংশই পড়ুয়া বলে জানা গিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত সৈয়দ আল-শাহদা স্কুলের পাশে গাড়ি বোমা বিস্ফোরণ হয়। আফগানিস্তানের রাস্ট্রপতি আসরাফ গনি দাবি করেছেন এই হামলার পিছনে তালিবান জঙ্গিদের হাত রয়েছে। সংবাদসংস্থা রয়টার্স আফগানিস্তান প্রশাসনের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, মৃতদের মধ্যে অধিকাংশই ওই স্কুলের পড়ুয়া। ঘটনাস্থলে উদ্ধারকাজেও বাধা দেওয়ার চেষ্টা করে স্থানীয় মানুষজন। এর জেরেও মৃতের সংখ্যা বেড়েছে। প্রথমদিকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দেয় স্থানীয়রা। পরে প্রায় ১৫০ জনের বেশি আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান আফগান প্রশাসনের।
স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা যাচ্ছে ভয়াবহ দৃশ্য। গোটা চত্বরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্কুল ব্যাগ, বইপত্র। রাস্তায় রক্তের বন্যা বইছে, এরমধ্যেই উদ্ধারকাজ চালাচ্ছেন স্থানীয় মানুষজন। জানা যাচ্ছে, শনিবার বিকেলে স্কুল ছুটির সময় একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণটি হয়। সেই সময় পড়ুয়ারা বাড়ি ফিরছিল। উল্লেখ্য, শুক্রবারই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। এর ২৪ ঘন্টার মধ্যেই হামলার ঘটনা হল। যদিও এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
Post a Comment
Thank You for your important feedback