জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে পদত্যাগ করলেন মোশারফ হোসেন। মালদার ডিভিশনাল ম্যানেজার এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, মোশারফ হোসেন বিধানসভা ভোটের আগে মোশারফ হোসেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। যদিও তিনি অধীর ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘদিনের কংগ্রেসকর্মী ছিলেন। পড়ে শুভেন্দু অধিকারীর হাত ধরেই তৃণমূলে যোগ এবং মালদা জেলা পরিষদের সভাপধিপতি হন। পরে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় তিনি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েন দলে। এরমধ্যেই বুধবার মুর্শিদাবাদের তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান জানান, ২৪ মে আনাস্থা আনা হবে মোশারফ মণ্ডলের বিরুদ্ধে। পাশপাশি তাঁর হুঁশিয়ারি, আইনি পদক্ষেপ করা হবে তাঁর সঙ্গে বাকি যাঁরা দলত্যাগ করেছিলেন তাঁদের বিরুদ্ধে। এরপরই চাপে পড়ে যান মোশারফ। হার বাঁচাতে পদত্যাগই করলেন শেষ পর্যন্ত।
Post a Comment
Thank You for your important feedback