জন্ম-মৃত্যু একসঙ্গেই! করোনা প্রাণ কাড়ল যমজ ভাইয়ের

দুজনেই মায়ের কোল আলো করে একসঙ্গেই পৃথিবীতে এসেছিলেন। এরপর থেকে সবকিছুই একসঙ্গে। দুজনেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু মাত্র ২৪ বছর বয়েসেই করোনা প্রাণ কাড়ল দু’জনের। হ্যাঁ একসঙ্গে দু’জনেরই, মাত্র কয়েকঘন্টার ব্যবধানে। করোনা আক্রান্ত যমজ ভাইয়ের মৃত্যু নাড়া দিয়েছে সমাজমাধ্যমকেও। ঠিক কী হয়েছিল? উত্তরপ্রদেশের মীরাট শহরের দুই যমজ ভাই জোফ্রেড ভার্গিস গ্রগারি এবং রাফ্রেড জর্জ গ্রগারি। বাবা-মা দুজনেই শিক্ষক। দু’জনকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করিয়েছেন। সবকিছুই ঠিকঠাক চলছিল। তাল কাটল গত ২৪ এপ্রিল। বছর চব্বিশের দুই ভাই একসঙ্গেই করোনায় আক্রান্ত হলেন। বাড়িতেই চলছিল চিকিৎসা, কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। কয়েকদিন পর করোনামুক্ত হন দু’জনেই। কিন্তু গত ১৩ মে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় এক ভাইয়ের, মৃত্যু হয় তাঁর। আর কয়েক ঘন্টার মধ্যেই আরেক ভাইও মারা গেলেন আচমকা। যদিও প্রথমজনের মৃত্যুর খবর জানানোই হয়নি দ্বিতীয়জনকে। এমনটাই জানাচ্ছেন পরিবারের লোকজন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকে পাথর বৃদ্ধ বাবা-মা। একসঙ্গেই পৃথিবীতে এসেছিলেন, চলেও গেলেন একসঙ্গে। করোনা ভাইরাস আমাদের কত স্মৃতিই দিয়ে যাচ্ছে আগামীর জন্য।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post