দেশে বেড়েই চলেছে মারণ ভাইরাস। এদিকে অক্সিজেনের ঘাটতি মেটাতে চীন থেকে আনা হচ্ছে অক্সিজেন কন্সট্রেটর। রীতিমত দাম বাড়ানো হচ্ছে অক্সিজেন কন্সট্রেটর। তবে শুধু দাম বাড়াচ্ছে তাই নয়। নিকৃষ্টমানের এই অক্সিজেন ভারতে পাঠানো হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চিনা সংস্থাগুলি মানবিকতার সঙ্গে কাজ করে চলেছে। ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত সান ওয়েডং টুইট করে চিনা সংস্থাগুলির এমন পদক্ষেপের প্রশংসা করেছেন। কিন্তু দেখা গিয়েছে, ৩০ এপ্রিল যে অক্সিজেন কনসেনট্রেটরের দাম ছিল ৩৪০ ডলার। সেটাই ১২ মে-তে এসে দাঁড়িয়েছে ৪৬০ ডলারে। এই নিয়ে প্রতিবাদে সরব ভারত।
Post a Comment
Thank You for your important feedback