বিরোধী শূন্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়

শনিবার ধ্বনি ভোটে তৃতীয়বারের জন্য বিধানসভার নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন বয়কট করে বিরোধী দল বিজেপি। ফলে বিরোধী শূন্য বিধানসভায় বিনা বাধায় অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রায় সমস্ত বিধায়ক। নব-নির্বাচিত স্পিকারকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হ্যাটট্রিক করলেন’। অধ্যক্ষ নির্বাচনের পরই বিধানসভায় ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী। যথারীতি বিরোধী দল বিজেপিকে তীব্র আক্রমণ করলেন নিজের ভাষণে। ভোট পরবর্তী হিংসার জন্য পরোক্ষে বিজেপিকেই দায়ী করলেন তিনি। পাশাপাশি টিকা নিয়ে কেন্দ্রের ভূমিকার তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 


 তিনি বলেন, আমি জানি, নির্বাচন কমিশন রিগিং ঠেকাবে। টি এন সেশনের সময় থেকে তাই দেখে এসেছি। কিন্তু এবার তো কোথাও কোথাও কমিশনের সহায়তার রিগিং রয়েছে। চিরকুটে লিখে বদলি করা হচ্ছে। আজ শুধু বাংলা জিতে গিয়েছে, বাংলার মানুষ প্রমাণ দিয়েছেন বাংলার মেরুদণ্ড সর্বদা শক্ত। অপরদিকে বিধানসভা বয়কট করায় বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের দয়ায় জিতে এসেছিলেন, ঠিক আছে, নির্বাচন কমিশন সাহায্য না করলে ৩০ টি আসনও পেত না। আমি চ্যালেঞ্জ করে বলছি। তাও লজ্জা নেই। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এদিন অধিবেশন বয়কট করলেন নব নির্বাচিত বিজেপি বিধায়করা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post