বিগত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল সাংসদ নাকি বিধায়ক পদে থাকবেন বিজেপির দুই জয়ী সাংসদ। যদিও বঙ্গ এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে এই বিষয়ে কেউ এখনও মুখ খোলেননি। মুখে কুলুপ এঁটেছেন দুই জয়ী সাংসদও। তবুও বিজেপির অন্দরের খবর, সাংসদ পদই রেখে দিচ্ছেন জগন্নাথ সরকার এবং নিশীথ অধিকারী। ভিতরে ভিতরে নদিয়ার শান্তিপুর এবং কোচবিহারের দিনহাটায় উপ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। দু'জন এখনও পর্যন্ত বিধানসভায় গিয়ে শপথও নেয়নি। সূত্রের খবর, গত শনিবার দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে দলের চারজন সাংসদকে টিকিট দিয়েছিল বিজেপি।
এরমধ্যে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় টালিগঞ্জ আসনে এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে হেরে যান। কিন্তু কোচবিহারের সাংসদ নিশীথ অধিকারী দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৯ ভোটে হারিয়ে দেন। অপরদিকে নদিয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রে ১৫,৮৭৮ ভোটে জয়ী হন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। একুশের বিধানসভা ভোটে ভালো ফল করতে পারেনি বিজেপি। মাত্র ৭৭টি আসনে জয়ী হয় তাঁরা। ফলে বিরোধী দলের মর্যাদা পেলেও নীলবাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি বঙ্গ বিজেপি। এই বিপর্যয়ের পর দুটি লোকসভা আসন ছেড়ে দিতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শেষ পর্যন্ত সাংসদ পদ বজায় রেখে বিধায়ক পদেই ইস্তফা দিতে বলা হয়েছে দু’জনকে বলেই সূত্রের খবর। তবে কবে তাঁরা বিধায়ক পদ ছাড়বেন সেটা জানা সম্ভব হয়নি।
Post a Comment
Thank You for your important feedback