সারা ভারতে ভয়াবহ ভাবে ছড়িয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ | ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও | এ বাংলার কলকাতা ও উত্তর ২৪ পরগনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে | মৃত্যুও বেশি এই দুই জেলায় | নতুন সরকার বিশেষ ভাবে সতর্ক হচ্ছে এই দুই জেলার রক্ষণাবেক্ষণে | উত্তর ২৪ পরগনার যুব তৃণমূল সভাপতি দেবরাজ চক্রবর্তী CN পোর্টালকে জানালেন যে, চেষ্টার ত্রুটি রাখছেন না তারা| তিনি নিজে রোজই বাগুইহাটি সহ বিভিন্ন বাজারে যাচ্ছেন এবং সামাজিক দূরত্ব, মাস্ক পরা ইত্যাদির উপর নজর রাখছেন | এ ছাড়াও ওই অঞ্চলে ভিআইপি রোডের উপর ৫০ বেডের একটি সেফ হোম খুলেছেন তিনি | পাশাপাশি দক্ষিণ দমদমের ২৮ এবং ২৯ নং ওয়ার্ডে সংক্রমণ খুব বেশি মৃত্যুও হচ্ছে নিয়মিত হারে | বাঙুর এভেন্যুর বাসিন্দা মৃনাল চ্যাটার্জী জানালেন, যেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রতিদিন সকল ৭ টা থেকে ১০টা অবধি বাজার খোলা থাকবে সেখানে ২৯ ওয়ার্ডে একদিন অন্তর একদিন বাজার খোলা হচ্ছে যার ফলে প্রচন্ড ভিড় হচ্ছে নিয়মিত, সংক্রমণও ছড়াচ্ছে | উত্তর দমদমের বিরাটি অঞ্চলেও ১০০ বেডের সেফ হোম খোলা হলেও এখানে সংক্রমণ প্রবল |
Post a Comment
Thank You for your important feedback