ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ড ফল এখনও হয়নি, তার আগেই মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে আতঙ্ক ছড়াল গঙ্গার দুই পার হুগলির ব্যান্ডেল এবং উত্তর ২৪ পরগনার হালিশহর নৈহাটি সহ বিস্তৃর্ণ এলাকায়। মাত্র দেড় মিনিটের ঘূর্ণিঝড়ে (দেখতে অনেকটা টর্নেডোর মতো) ভেঙে পড়ল একাধিক গাছ, উড়িয়ে নিয়ে গেল ঘরের চাল, দোকানপাট। প্রথমে হুগলির ব্যান্ডেল, চকবাজার এলাকায় দেখা গেল টর্নেডোটির। একই ধরণের ঝড় দেখা গেল হুগলির পাণ্ডুয়ায়। সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একইভাবে কয়েক মুহূর্তের জন্য নৈহাটি সহ হালিশহরে একাধিক এলাকা তছনছ করল 'ঘূর্ণিঝড়'। একাধিক বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কার্যত লণ্ডভণ্ড পরিস্থিতি বিস্তৃর্ণ এলাকা। যদিও প্রথমে খানিকটা হতভম্ভ হলেও পরে অনেকেই ওই ঘূর্ণিঝড়ের ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তবে ক্ষয়ক্ষতির পরিমান বিপুল বলেই জানা যাচ্ছে।
মঙ্গলবার বিকেলে হুগলির ব্যাণ্ডেল চার্চের কাছে আচমকা ঘূর্ণিঝড় দেখা দেয়। হঠাৎ প্রচন্ড জোরে ঘূর্ণিঝড় এসে বেশ কয়েকটি ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। গাছ ভেঙে পড়ে কয়েকটি বাড়ির উপর। ব্যান্ডেল চার্চের সামনে মোমবাতি যীশুর মূর্তি ক্রশ বিভিন্ন খেলনা বিক্রির দোকান রয়েছে। ঝড়ে সেই দোকান উড়িয়ে নিয়ে ফেলে পাশের রসভরা খালে। অপরদিকে, কয়েক মুহূর্তের ঘুর্ণিঝড়ে লন্ডভন্ড বীজপুর থানার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া গ্রাম। ঝড়ে কমপক্ষে ৭০-৮০ টি বাড়ির টালি কিংবা টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। ছাউনি উড়ে ইঁটের গাথনি পড়ে এক পরিবারের তিনজন জখম হয়েছেন। একেই ঘূর্ণিঝড় ইয়াসের জন্য আতঙ্কে রাজ্যের মানুষ। কিন্তু সেটি আপাতত ওডিশার দিকে মুখ ঘুরিয়েছে। কিন্তু তার আগেই টর্নেডোর মতো ওই অল্প সময়ের ঘূর্ণিঝড়ে আতঙ্ক আরও বহুগুণ বাড়ল পাণ্ডুয়া, ব্যাণ্ডেল, নৈহাটি ও হালিশহরের বিস্তৃর্ণ এলাকার মানুষজন।
Post a Comment
Thank You for your important feedback