সমুদ্রে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। মৌসম ভবন সূত্রে খবর, দিঘা থেকে মাত্র ৫০০ কিলোমিটার দূরে ইয়াস। আর স্থলভূমিতে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৮৫ কিলোমিটার। এখনও পর্যন্ত অনুমান ওডিশার বালাসোরের কাছেই আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। এর গতিপথ এখনও পরিবর্তন হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে দিঘা সহ পূর্ব মেদিনীপুরে উপকূলে জারি হয়েছে লাল সতর্কতা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ মে ওডিশার পারাদ্বীপ ও বালেশ্বরের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে প্রবল ঘূর্ণিঝর ইয়াস। যা পশ্চিমবঙ্গের দিঘা-মন্দারমনির খুব কাছেই অবস্থিত। তাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি কিছুটা কম কমলা সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দার্জিলিঙে প্রবল বৃষ্টিপাত ঘটাবে। দিঘা, শঙ্করপুর ও মন্দারমনি এলাকায় সৈকত পুরো খালি করে দেওয়া হয়েছে। লোকজনকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পরবর্তী ১২ ঘন্টায় ঘুর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিনত হবে। পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৫৫-১৬০ কিমি প্রতি ঘন্টা। তবে ঘূর্ণিঝড় ইয়াসের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। সময় যত যাবে ততই বৃষ্টিপাতের পরিমান বাড়বে। মঙ্গলবার বিকেল থেকেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলীয় এলাকায় ঝড় শুরু হবে। হাওয়ার গতিবেগ কখনও ৯০-১০০ কিমি প্রতি ঘন্টা হতে পারে। বুধবার থেকে হাওয়ার গতিবেগ আরও বাড়বে। আবহবিদরা ঘূর্ণিঝড় ইয়াসের দিকে প্রতি মুহূর্তে নজর রাখছেন।
Post a Comment
Thank You for your important feedback