দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কুমড়োখালি গ্রামে কংক্রিটের সেতু ভেঙে বিপত্তি। নিখোঁজ দুই সাইকেল আরোহী। বাসন্তী ও উত্তর ২৪ পরগনার রামপুর সংযোগকারী পিপড়ে খালি নদীর উপর তৈরি ব্রিজটি শুক্রবার রাতে আচমকা ভেঙে যায়। প্রায় তিনশো ফুট লম্বা এই কংক্রিটের সেতুতে এক বাইক আরোহী চাপা পড়লেও তাঁকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সেই সময় ওই সেতুর উপর দিয়ে দুই সাইকেল আরোহী যাচ্ছিলেন, দুর্ঘটনায় পর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি বলে দাবি স্থানীয়দের। ঘটনার খবর পেয়েই বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মধ্যক্ষ পতিত হাজারী ঘটনাস্থলে পৌঁছেছেন। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্তাদের। সূত্রের খবর, দুর্ঘটনার সময় নদীতে জোয়ার চলছিল৷ ফলে জলের তোড়ে ভেসে গিয়েছেন দু’জন। নিখোঁজ দুই সাইকেল আরোহী বাদে মোট পাঁচজন আহত হয়েছেন সেতুটি ভেঙে পড়ায়৷ তবে রাতে উদ্ধারকাজে ব্যহত হয়েছে। শনিবার ভোর থেকে শুরু হয়েছে তল্লাশি। এমনকী আরও কেউ আটকে আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কেন এই কংক্রিটের সেতু ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Post a Comment
Thank You for your important feedback