একুশের নির্বাচনে এবার শুরু থেকেই নজর কেড়েছে নন্দীগ্রাম। কারণ এই কেন্দ্রেই সম্মুখ সমরে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারি। গণনার দিন তাই এই কেন্দ্রের দিকে সকলের চোখ থাকবে তেমনটাই স্বাভাবিক। তবে দিনভরের যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ রবিবার রাতে শুভেন্দু অধিকারিকেই জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসারের তথ্য অনুযায়ী, তিনি নন্দীগ্রামে ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন। মমতা পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭টি ভোট। অন্যদিকে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রাথী মিনাক্ষী মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৬ হাজার ১৯৮টি। নন্দীগ্রামে আর পুনর্গণনা নয় বলেও এরপর জানিয়ে দেন রিটার্নিং অফিসার।
রবিবার গণনা চলাকালীন নন্দীগ্রামে সার্ভারে ত্রুটির কারণে সঠিক ফলাফল জানা যাচ্ছিল না। প্রায় আধঘণ্টার বেশি সময় বন্ধ ছিল গণনা। পরে গণনা শুরু হলে জানা যায়, ১৭ রাউন্ডের শেষে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এক ডিজিটাল সংবাদ মাধ্যমকে শুভেন্দু অধিকারি জানান, ১৬২২ ভোটে নন্দীগ্রামে তিনি জয়ী হয়েছেন। পরে সাংবাদিক বৈঠকে মমতাও জানান, নন্দীগ্রামে তিনি হেরে গিয়েছেন। তিনি আরও বলেন, 'নন্দীগ্রাম যা রায় দেবে, মাথা পেতে নেব। তবে আমার কাছে অভিযোগ রয়েছে রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। আদালতে যাব'। যদিও দলের তরফে পরে টুইট করে জানানো হয়, নন্দীগ্রামে এখনও গণনা চলছে। অনুরোধ করা হয়, কোনও রকম জল্পনায় কান না দেওয়ার।
Post a Comment
Thank You for your important feedback