‘প্রোটকল মেনে চলুন', রাজ্যপালকে কড়া চিঠি মমতার

 

বৃহস্পতিবারই তাঁর কোচবিহার সফরে যাওয়ার কথা, যাবেন শীতলকুচিতেও। তার আগেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে কড়া ভাষায় চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে এড়িয়ে কিভাবে তিনি সফর করতে পারেন এই প্রশ্ন তুলে মমতা বার্তা দিলেন রাজ্যপাল প্রোটকল মানছেন না। রাজ্যপালকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আশা করব আপনি সরকারি প্রোটকল মেনেই চলবেন’। বিভিন্ন ইস্যুতে এর আগেও রাজ্য-রাজ্যপাল সংঘাত হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে আগেও কয়েকবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এবার রাজ্যপালের শীতলকুচি সফর নিয়ে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হল। 

 


গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে রাজ্যপাল জানিয়েছেন রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে। তিনি এমন জায়গাগুলি পরিদর্শনে যাবেন। সেই মতো তাঁর বৃহস্পতিবার কোচবিহার যাওয়ার কথা রয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের অভিযোগ, রাজ্যকে এই বিষয়ে বারবার বলেও সাড়া পাননি। এরপর তিনি ঠিক করেন বিএসএফ-এর হেলিকপ্টারেই সফর করবেন। কিন্তু বৃহস্পতিবার রওনা হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কড়া ভাষায় বার্তা দিলেন। রীতিমতো চিঠি লিখে প্রোটকলের কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যা রাজনৈতিক দিক থেকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বাংলার রাজনৈতিক মহল। যদিও রাজভবন থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই চিঠি প্রসঙ্গে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post