এবার করোনা আক্রান্ত হয়ে কঙ্গনা বললেন ‘সামান্য ফ্লু’

এবার করোনা আক্রান্ত হলেন কঙ্গনা রানাউত। শনিবারই ইনস্টা পোস্টে বিতর্কিত বলি অভিনেত্রী জানালেন এই খবর। তিনি লিখলেন, ‘গত কয়েকদিন ধরে। খুব ক্লান্ত বোধ করছিলাম। চোখের তলায় জ্বালা করছিল। ভাবছিলাম হিমাচলে যাব। সেই জন্য গতকাল (শুক্রবার) করোনা টেস্ট করাই। আজ রিপোর্ট আসে। তাতেই জানতে পারি কোভিড পজিটিভ হয়েছি’। তবে বরাবরের মতো এটাকেও বিশেষ পাত্তা দিতে নারাজ কঙ্গনা। ইনস্টা পোস্টে তিনি তাঁর ফ্যানদের উদ্দেশ্যে লিখলেন, ‘করোনাকে ভয় পেলে ও বেশি ভয় দেখাবে। এটা সামান্য একটা ফ্লু’।

 

তাঁর আরও দাবি, সংবাদমাধ্যমগুলি করোনা নিয়ে অযথা বাড়াবাড়ি করছে। বরাবরই বিতর্কের জন্য খবররে শিরোনামে থাকেন কঙ্গনা রানাউত। গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুতিকর ভাষায় আক্রামণ করছেন তিনি। বিভিন্ন বিষয়েই বিতর্কিত মন্তব্য সোশাল মিডিয়ায় শেয়ার করার জন্য তাঁর টুইটার অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ। এবার অবশ্য তিনি করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post