গত কয়েকদিন ধরেই নীচের দিকে নামছিল দৈনিক সংক্রমণের হার। কিন্তু গত দু’দিনে সামান্য হলেও বাড়ল দৈনিক সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ দেওয়া রিপোর্টে জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১১০ জন। তবে কমছে দৈনিক মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৩৮৭৪ জন করোনা আক্রান্ত। চার দিন পর চার হাজারের নীচে নামল দৈনিক মৃত্যুর হার। সব মিলিয়ে ভারতে করোনায় মৃত্যু হল ২ লাখ ৮৭ হাজার ১২২ জনের।
India reports 2,76,070 new #COVID19 cases, 3,69,077 discharges & 3,874 deaths in last 24 hrs, as per Health Ministry.
— ANI (@ANI) May 20, 2021
Total cases: 2,57,72,400
Total discharges: 2,23,55,440
Death toll: 2,87,122
Active cases: 31,29,878
Total vaccination: 18,70,09,792 pic.twitter.com/ZyTh8pZano
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ২০ লাখ ৫৫ হাজার ১০ জনের করোনা পরীক্ষা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই দাবি করছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, পর পর দু’দিনে ২০ লাখের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হল। কিছুটা কমল সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে ৩১ লাখ ২৯ হাজার ৮৭৮ জন সক্রিয় করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, কড়া লকডাউন এবং টিকাকরণের জন্যই কিছুটা নিয়ন্ত্রনে রয়েছে পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় দেশে করোনার টিকা পেয়েছেন ১২ লাখ ৪৯০ জন। তবে সংখ্যাটা গত ফেব্রুয়ারি থেকে অনেকটাই কম বলে জানা যাচ্ছে। এখনও অবধি দেশে টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৭০ লাখ মানুষকে।
Post a Comment
Thank You for your important feedback