শুক্রবার গভীররাতে গুজরাটের ভারুচে এক কোভিড হাসপাতালে আগুন লাগে। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, রাত সাড়ে বারোটা নাগাদ ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে আচমকাই হাসপাতালে আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়েই স্থানীয়রা প্রথমে দমকলে খবর দেন। এরপরই শুরু হয় উদ্ধারকাজ। ওই হাসপাতালে ৫০ জনের বেশি করোনা আক্রান্তের চিকিৎসা চলছিল। উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে বেশ কয়েকজন কোভিড রোগীকে বের করে আনেন। কিন্তু অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে জানা যাচ্ছে, ওই হাসপাতালেই ১২ জনের মৃত্যু হয়েছে। বাকিরা মারা গিয়েছেন অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময়। দমকলের চেষ্টায় প্রায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হলেও আশঙ্কাজনক রোগীদের মৃত্যু ঠেকানো যায়নি। হাসপাতালটি আহমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে ভারুচ হাইওয়ের ধারে অবস্থিত। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গুজরাটও বেসামাল। ওই রাজ্যে কোভিড হাসপাতালগুলিতে বেডের আকাল দেখা দেওয়ায় অন্যান্য জায়গায় কোভিড হাসপাতাল তৈরির চেষ্টা চলছে। সেখানে অগ্নিকাণ্ডের জেরে একটি কোভিড হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ল বলেই মনে করছেন গুজরাটের স্বাস্থ্য কর্তারা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Post a Comment
Thank You for your important feedback