করোনা আক্রান্ত হয়ে প্রায় ২০০০ রেলকর্মীর মৃত্যু!

 

গোটা দেশই কার্যত করোনার গ্রাসে। মারণ ভাইরাসে গোটা দেশেই ছড়াচ্ছে সংক্রমণ, সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে ভারতীয় রেলের কর্মীরাও করোনা থেকে রেহাই পাবেন না এটা বলাই বাহুল্য। ফলে বহু রেলকর্মীই রোজ করোনায় আক্রান্ত হচ্ছে ট্রেন পরিষেবা সচল রাখতে গিয়ে। তবে রেলকর্মীদের মৃত্যুর সংখ্যা চোখ কপালে উঠতে বাধ্য। করোনা পরিস্থিতিতেও দেশজুড়ে চলছে স্পেশাল ট্রেন। ফলে পরিষেবা সচল রাখতে প্রথমসারীর রেলকর্মীরা দ্রুত করোনায় আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও নেহাৎ কম না। রেল সূত্রে জানানো হয়েছে এখনও পর্যন্ত ১৯৫২ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে করোনার গ্রাসে। এখনও পর্যন্ত প্রায় ৪০০০ রেলকর্মী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানিয়েছে রেল। 


রেল বোর্ডের চেয়ারম্যান তথা সিইও সুনীল শর্মা জানিয়েছেন, রেলও কোভিড সংক্রমণে ভুগছে। এই সময় রেল মানুষকে সাহায্য করছে, তবে তাঁদের নিজেদের অবস্থাও ভাল নয়। প্রতিদিনই প্রায় ১০০০ কর্মী আক্রান্ত হচ্ছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেন বন্ধের আগেই পরিষেবা দিতে হিমশিম খেয়েছিলেন পূর্ব রেলের কর্তারা। রোজই প্রায় একশো জোড়ার কাছাকাছি লোকাল ট্রেন বাতিল করতে হচ্ছিল। কারণ মূলত গার্ড এবং চালকরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছিলেন। এবার সামনে এল ভয়াবহ তথ্য। প্রায় ২০০০ রেলকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেল করোনার কবলে।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post