পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের দেওয়া সর্বশেষ করোনা বুলেটিনে (১৪ মে) অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। মৃত্যু হয়েছে ১৩৬ জনের। যা এখনও পর্যন্ত রেকর্ড। সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪,১৯৭ জন। এরপরেই আছে কলকাতা, আক্রান্ত ৩,৯৯৫ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৩৬ জনের, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর থেকে ১ কম। উত্তর ২৪ পরগনা জেলায় মারা গিয়েছেন ৪২ জন এবং কলকাতায় ৩৪ জনের। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৯৩ জনের। তবে আশার আলো সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ১৩১ জন।
WB COVID-19 Daily Health Bulletin: 14 May 2021.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) May 14, 2021
A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৪ মে ২০২১।
পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/OBvR7aewid
রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৮৬.৭৮ শতাংশ। তবুও সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা বেড়ে দাঁড়াল ১ লাখ ৩১ হাজার ৭৯২ জন। শুক্রবার রাজ্যে মোট ৭০ হাজার ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে আক্রান্তের হার ৯.৬৮ শতাংশ। উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে রাজ্যের স্বাস্থ্য কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে। ক্রমশ কলাকাতাকে টেক্কা দিতে দিতে এবার ছাপিয়ে যাচ্ছে। দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যাও উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি। রাজ্যের আংশিক লকডাউনের প্রভাব এই জেলায় সেভাবে নেই বলেই অভিযোগ একাংশের। অনেক এলাকাতেই সরকারি নির্দেশিকা মানা হচ্ছে না। তাই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না বলেই অভিমত বিশেষজ্ঞদের।
Post a Comment
Thank You for your important feedback