এখনও উপকূলে পুরোপুরি আছড়ে পড়েনি প্রবল ঘূর্ণিঝড় ‘তকতে’ (Cyclone Tauktae)। পুরো দাপটও দেখায়নি ঘূর্ণিঝড়। তাতেই ত্রাহি ত্রাহি রব দক্ষিণের কয়েকটি রাজ্যের মানুষের। কর্নাটকের ৬টি জেলার ৭৩টি গ্রাম কার্যত তছনছ করেছে ঘূর্ণিঝড় ‘তকতে’। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। কর্নাটক রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে এই কথা। রবিবার ভোরেই কর্নাটকের উপকূলে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘তকতে’। সংবাদ সংস্থা এএনআই-কে এই খবর জানিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি আরও জানিয়েছেন, তাকতে-র দাপটে রীতিমতো বিধ্বস্ত উপকূলবর্তী ৭৩টি গ্রাম। রাজ্যে মোতায়েন করা হয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীরও তিনটি দল।
Cyclone #Tauktae is very likely to keep moving in north northwest direction. By late afternoon, its centre will be north-northwest of Goa. Gale winds and rainfall will continue for almost the entire day: India Meteorological Department (IMD)
— ANI (@ANI) May 16, 2021
পাশাপাশি এই অঞ্চলে রাজ্যের ১০০০ জনের বিশেষ দল উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, উপকূলবর্তী এলাকায় আমরা ঘূর্ণিঝড়ের পরিস্থিতির উপর নজর রাখছি।উদ্ধারকাজ যাতে ঠিকভাবে চলে তার জন্য নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ওই জেলাগুলির জেলাশসক এবং বিধায়কদের সঙ্গে। অপরদিকে কেরলে ইতিমধ্যেই এই সাইক্লোনের প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল সকাল থেকেই টানা বৃষ্টিপাত চলছে। গতকাল রাতে কেরলের বহু জায়গায় কার্যত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্য প্রশাসনকে সবরকমভাবে প্রস্তুত রেখেছেন।
Kerala currently has 71 camps, 543 families, 2094 people.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 15, 2021
Those being directed to move to Camps should do so without fail. #COVID19 safe camps are being set up, through @KeralaSDMA.
Carry Emergency Kits - Masks, Sanitiser, Medicines, Prescriptions, Certificates & Imp. Docs. https://t.co/WoNpfOTkRC
তিনি টুইট করে জানিয়েছেন, কেরলে ইতিমধ্যেই ১৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় সাড়ে ৫০০টি পরিবারকে সেখানে সরানো হয়েছে। আজ দিনভর কেরলে এই সাইক্লোনের প্রভাব পড়তে পারে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন তাকতে (Cyclone Tauktae) নিজের শক্তি বাড়িয়েই চলেছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে সে মারাত্মক আকার নেবে। অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে ‘তকতে’। মঙ্গলবারই সর্বশক্তি নিয়ে গুজরাট উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Post a Comment
Thank You for your important feedback