লেস্টার সিটির কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হেরে যেতেই ইপিএল চ্যাম্পিয়ন হয়ে গেল পেপ গুয়ার্দিওয়ালার ম্যান সিটি। তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হল তাঁরা। করোনা অতিমারীর মধ্যেই ফাঁকা স্টেডিয়ামে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) বেশ জমে উঠেছিল। তবে শেষে দিকে ম্যান ইউ এবং লেস্টার সিটিও চলে এসেছিল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। তবে বেশ কিছুটা এগিয়ে ছিল ম্যাঞ্চেস্টার সিটি। তবে মঙ্গলবার রাতে লেস্টার সিটির কাছে ম্যান ইউ হারতেই কার্যত চ্যাম্পিয়ন হয়ে গেল সিটি। ম্যান ইউ-কে ২-১ গোলে হারিয়ে দেয় লেস্টার। ফলে বাকি তিন ম্যাচে আর তাঁদের পয়েন্ট ধরতে পারবে না কোনও দল। এই নিয়ে গত পাঁচ মরশুমে তিনবার ইপিএল চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। রাতেই নিল আলোয় রঙিন হয়ে ওঠে ইতিহাদ স্টেডিয়াম।
This is our City! 🏆🔵
— Manchester City (@ManCity) May 11, 2021
🔷 #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/i3OuZJsnft
Post a Comment
Thank You for your important feedback