কাটল দুর্গোগ, কলকাতায় খুলে দেওয়া হল সমস্ত ফ্লাইওভার

আপাতত দুর্যোগ কেটেছে কলকাতার। যদিও বৃষ্টিপাত এখনই কমছে না, তবুও ঝড়ের আশঙ্কা অনেকটাই কম। এই পরিস্থিতিতে কলকাতা ট্রাফিক পুলিশ কলকাতার সমস্ত উড়ালপুল যান চলাচলের জন্য খুলে দিল। কলকাতা পুলিস জানিয়েছে ফ্লাইওভারে যান চলাচলে আর কোনও বাধা নেই। ঘূর্ণিঝড় ইয়াসের জেরে বুধবার সকাল থেকেই শহরের ৯টি উড়ালপুল বা ফ্লাইওভারে যান চলাচল নিষিদ্ধ করেছিল ট্রাফিক পুলিশ। বেলা গড়াতেই কাটে দুর্যোগ, ফলে সবক’টি উড়ালপুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। 

 

বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমে লকগেট উড়ালপুলটি খুলে দেওয়া হয়। তার পর দুপুর ১টা নাগাদ খুলে দেওয়া হয় তারাতলা উড়ালপুল। পরে মা এবং এজেসি বোস রোডের পর বাকি উড়ালপুলগুলিও একে একে খুলে দেয় প্রশাসন। পরে গার্ডেনরিচ, পার্ক স্ট্রিট, তারাতলা, গড়িয়াহাট, এজেসি বোস রোড, মা, চিংড়িঘাটা এবং লকগেট উড়ালপুলগুলি দুপুর ২টোর আগেই খুলে দেওয়া হয়েছে। বুধবার সকালের দিকে কলকাতার বুকে ঘন্টায় ৬২ কিমি গতিবেগে ঝড় বয়ে গিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, কলকাতায় আপাতত বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post