‘অক্সিজেনের অভাবে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু অপরাধমূলক ঘটনার সামিল। এই ধরনের ঘটনা গণহত্যার চেয়ে কম নয়’। দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার শুনানিতে এই মন্তব্য করে এলাহাবাদ হাইকোর্ট। সম্প্রতি উত্তরপ্রদেশের লখনউ ও মেরঠে অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এনিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে দুই জেলার জেলাশাসককে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি অজিত কুমারের ডিভিশন বেঞ্চ।
এলাহাবাদের দুই বিচারপতি তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছেন,‘শুধুমাত্র অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় আমরা যন্ত্রণা পেয়েছি। এধরনের ঘটনা শুধু অপরাধমূলক নয়, কোনও অর্থেই গণহত্যার থেকে কম নয়। যাঁদের উপর এই দায় বর্তাঁয় তাঁদের কার প্রতি মুহূর্তে রোগীদের অক্সিজেন সরবরাহ করা। বিজ্ঞানের এই উন্নতির সময়ে দাঁড়িয়ে যখন মস্তিষ্কে অস্ত্রোপচার বা হৃদযন্ত্র প্রতিস্থাপনের মতে ঘটনা ঘটছে, তখন এভাবে কী করে মানুষকে মরতে দেওয়া যায়’?
Post a Comment
Thank You for your important feedback