করোনায় পিছিয়ে গেল নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ

 


করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের বেসামাল আইপিএল। পিছিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। সূত্রের খবর, নাইটবাহিনীর বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মচারী অসুস্থ। স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়রের করোনা রিপোর্ট পজিটিভ। এর ফলে তড়িঘড়ি ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট কনট্রোল বোর্ড। সংক্রমণের জেরে নাইট শিবিরের একাধিক ক্রিকেটার ও কর্মচারী কোয়ারেন্টটাইনে। অসুস্থ খেলোয়াড়দেরও পরীক্ষা হচ্ছে বলে খবর। 

বায়ো-বাবল থাকা সত্ত্বেও খেলা চলাকালীন ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম। সূত্রের খবর, আক্রান্ত ও অসুস্থ ক্রিকেটারদের তালিকায় দেশি-বিদেশি খেলোয়াড়রা রয়েছেন। এছাড়াও অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্সের করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ম্যাচের ভাগ্য নিয়ে আইপিএল-এর আয়োজক ও গুজরাত ক্রিকেট সংস্থার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post