করোনা পরিস্থিতি যেভাবে দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তাতে জুন মাসে মাধ্যমিক পরীক্ষা করানো কার্যত অসম্ভব বলেই মনে করছেন মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা। তবে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা স্থগিত নাকি বাতিল করা হবে সেটা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। চুরান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, জানাল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার পর্ষদের কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আপাতত রাজ্যে করোনাভাইরাস পরিস্থিতি যেরকম আছে, সেরকম যদি চলতে থাকে, তাহলে নির্ধারিত সূচি মেনে মাধ্যমিক নেওয়া সম্ভব নয়।
রাজ্যের করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সিবিএসই এবং আইসিএসই-র দশম পরীক্ষা বাতিল করা হয়েছে। বারো ক্লাসের পরীক্ষা স্থগিত রেখেছে কেন্দ্রীয় বোর্ডগুলি। এবার মাধ্যমিক নিয়েও সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। মাধ্যমিক পরীক্ষার বাকি আর দিন কুড়ি। আগামী ১ জুন থেকেই শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিকের। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে দ্রুততার সঙ্গেই সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। কারণ মাধ্যমিক নিয়ে পড়ুয়া এবং অভিবাবকদের মধ্যে উৎকন্ঠা বেড়েই চলেছে। নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সোমবার বিষয়টি নিয়ে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Post a Comment
Thank You for your important feedback