এক রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে চিত্তরঞ্জন রেল নগরীতে। মৃত রেলকর্মীর নাম আনন্দ কুমার ভাট (৪৭)। পুলিশের অনুমান তাঁকে গুলি করে খুন করা হয়েছে। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীর দাবি, আনন্দবাবুর শরীরে ৬টি বুলেট মার্ক রয়েছে একটি বুলেট গাড়িতে পাওয়া গিয়েছে। মৃতের পরিবারের দাবি, আনন্দবাবু নিজের মারুতি গাড়ি করে শুক্রবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। রাতে আত্মীয় পরিজন ও বন্ধুদের কাছে খোঁজখবর করলেও কোনও খোঁজ মেলেনি। শনিবার সকালে তাঁর গুলিবিদ্ধ দেহ মেলার খবর দেয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, চিত্তরঞ্জনের রাইফেল রেঞ্জ এলাকায় তাঁর গাড়ির সামনের চালকের আসনেই গুলিবিদ্ধ অবস্থায় দেহ দেখতে পান এলাকাবাসী। এরপরই খবর যায় পুলিশে। চিত্তরঞ্জন থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জানা যাচ্ছে, মৃত রেলকর্মী আনন্দ কুমার ভাট, এলাকায় প্রাইভেট টিউশনিও করাতেন। ছোট ছোট শিশুদের পড়াতেন তিনি। পুলিশ তদন্ত শুরু করলেও ঠিক কি কারণে খুন সেটা এখনও পরিস্কার নয়। স্থানীয়দের দাবি, চিত্তরঞ্জন এলাকায় গত এক বছরে এটা নিয়ে ৬টি খুনের ঘটনা ঘটল। অথচ রাজ্য পুলিশের পাশাপাশি চিত্তরঞ্জন রেল কলোনীতে আরপিএফ বাহিনীও সুরক্ষার জন্য মোতায়েন রয়েছে। ফলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন।
Post a Comment
Thank You for your important feedback