একদিকে যখন ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে এ রাজ্যে ধরণা দিচ্ছে বিজেপি, তখন হিংসা এবং খুনোখুনিতে উত্তপ্ত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সম্প্রতি ওই রাজ্যের একটি বড় অংশের পঞ্চায়েত ভোট হয়ে গেল। তাতে বিজেপি পর্যদুস্তু হয়ে পরাজয়ের মুখে পড়েছে। অভিযোগ, এরপরই প্রতিহিংসা এবং বিরোধীদের উপর অত্যাচার শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত বহু। মূলত যোগীর কেন্দ্র গোরক্ষপুর সহ আজমগর, জৈনপুর সহ বহু জায়গায় লাগাতার হিংসার ঘটনা সামনে আসছে। ওই রাজ্যে হিংসা ছড়ানোর অভিযোগে পুলিশ ২০০০ জনের বেশি সরকারি পক্ষের ক্যাডারদের বিরুদ্ধে মামলা করেছে। তা সত্বেও হিংসা থামছে না। গোটা ঘটনায় সরব হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব। মুখে কুলুপ এটেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Post a Comment
Thank You for your important feedback