অবশেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি বেছে নিল সিবিআইয়ের নতুন অধিকর্তাকে (CBI Director)। সিবিআই এর নতুন অধিকর্তা হলেন সুবোধকুমার জয়সওয়াল। তিনি মহারাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের আইপিএস আধিকারিক। বর্তমানে তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) ডিরেক্টর জেনারেল পদে আসীন ছিলেন। সিবিআই ডিরেক্টর পদে যোগ্য ব্যক্তি বাছাই করার ওই কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া রয়েছেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা ও লোকসভায় বিরোধী নেতা অধীররঞ্জন চৌধুরী। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে এই পদ থেকে অবসর নিয়েছিলেন ঋষিকুমার শুক্লা। এরপর থেকে পদটি খালি ছিল। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর প্রবীণ সিনহা। সোমবারই এই কমিটি বৈঠক করেন। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পুরোনো একটি রায় উল্লেখ করে কেন্দ্রের বাছাই করা দুই প্রার্থীর নাম বাতিল করে দেন। এরপর আজ ফের ওই কমিটি বসে বৈঠকে। অবশেষে সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে সুবোধকুমার জয়সওয়ালের নাম চুরান্ত করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি।
Post a Comment
Thank You for your important feedback