২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। এখনও পর্যন্ত মাত্র কয়েকটি আসনে গণনা শেষ হয়েছে। বিকেল তিনটে পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, হাওড়ার শিবপুর আসনে জিতলেন তারকা ক্রিকেটার মনোজ তেওয়ারি। তিনি তৃণমূলের টিকিটে ৩২ হাজার ৩৩৯ ভোটে জিতলেন। শাসকদলের আরেক খেলোয়ার প্রার্থী বিদেশ বসুও জিতলেন হাওড়ার উলুবেড়িয়া পূর্ব আসনে। প্রাক্তন ফুটবলার বিদেশ বসু বিজেপি প্রার্থীকে হারালেন ১৭ হাজার ২১২ ভোটে। অপরদিকে উদয়নারায়নপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা জিতলেন ১৪ হাজার ৩১১ ভোটে। জামুড়িয়ায় তৃণমূল প্রার্থী হরেরাম সিং ৭৭৬৯ ভোটে জিতেছেন। এখানে সিপিএমের তরুণ তুর্কি ঐশী ঘোষ হারলেন তৃণমূল প্রার্থীর কাছে।
অপরদিকে বারাবনি কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় ২২ হাজার ৫০০ ভোটে জিতেছেন। এবং দক্ষিণ ২৪ পরগনার বজবজে জিতেছেন তৃণমূলের অশোক দেব। তাঁর জয়ের ব্যবধান ১৪ হাজারের বেশি। তবে এখনও পর্যন্ত দুটি আসনে জয় নিশ্চিত করেছে বিজেপি। কুলটি আসনে জিতলেন বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। তিনি মাত্র ২৭৫ ভোটে তৃণমূলের তিনবারের বিধায়ক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। খড়গপুর সদরে জিতলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ। তিনি তৃণমূল প্রার্থীকে মাত্র ৩,১২১ ভোটে পরাজিত করলেন। অপরদিকে জানা যাচ্ছে আাসনসোল দক্ষিণে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমাত্রা পাল। তিনি ১৮০০ ভোটে হারালেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে। মালদায় বিজেপি প্রার্থী গোপাল সাহা ৫০ হাজারের বেশি ভোটে জিতলেন।
মালদার চাঁচলে প্রায় ৭০ হাজার ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নীহার ঘোষ। সুজাপুরে তৃণমূল প্রার্থী আব্দুল গনি ১ লাখের বেশি ভোটে জয়ী। মালতীপুরে তৃণমূল প্রার্থী রহিম বক্সি ৪০ হাজার এবং হরিশ্চন্দ্রপুরে তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন ৪০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। মোথাবাড়িতে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী। উলুবেড়িয়া দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী পুলক রায় ২৯ হাজারেরও বেশি ভোটে জিতলেন।
Post a Comment
Thank You for your important feedback