শুরু হয়ে গেল কাউন্টডাউন, গণনা শুরু হল পোস্টাল ব্যালট
দিয়ে। শুরু থেকে সামান্য এগিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে লড়াই চলছে
হাড্ডাহাড্ডি। গণনার শুরুতেই পানিহাটিতে অসুস্থ কংগ্রেসের এজেন্ট। গরমে
হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। অপরদিকে বালিগঞ্জে
ভোটগণনা শুরুর আগে অশান্তি, গণনাকেন্দ্রে বিজেপির এজেন্টকে বসতে বাধা
দেওয়ার অভিযোগ। গণনা যত এগোচ্ছে ততই লিড বাড়াচ্ছে তৃণমূল। সকাল ১১টা
পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে ১৯০ আসনে, সেখানে বিজেপি প্রার্থীরা এগিয়ে
রয়েছেন ৯৫ আসনে। বেশিরভাগ জায়গায় দুই বা তিন রাউন্ডের গণনা শেষ হয়েছে। তবে
এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে তৃণমূল একক সংখ্যাগড়িষ্ঠতার দিকেই এগোচ্ছে।
গোটা বাংলার নজর নন্দীগ্রামের দিকে। এখানে এবার তৃণমূলনেত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এগিয়ে রয়েছেন। তবে এখানেও কাঁটায় টক্কর চলছে।
অপরদিকে কলকাতার বালিগঞ্জে এগিয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত
বন্দ্যোপাধ্যায়। কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম। সোনারপুর দক্ষিণে
এগিয়ে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী লাভলি মৈত্র। টালিগঞ্জে এগিয়ে
গিয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বিধাননগরে এগিয়ে সব্যসাচী দত্ত,
পিছিয়ে গিয়েছেন তৃণমূলের সুজিত বসু। দমদমে পিছিয়ে তৃণমূলের হেভিওয়েট
প্রার্থী ব্রাত্য বসু, এখানে এগিয়ে বিজেপি প্রার্থী বিমলকৃষ্ণ নন্দ।
মানিকতলায় এগিয়ে সাধন পাণ্ডে। উত্তর ২৪ পরগনার বারাকপুর, ভাটপাড়া,
হাবড়া, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণে এগিয়ে গিয়েছেন বিজেপি
প্রার্থীরা। প্রথম রাউন্ড শেষে উত্তরপাড়া কাঞ্চন মল্লিক প্রায় ১২০০ ভোটে
এগিয়ে। তারকেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।
Post a Comment
Thank You for your important feedback