বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই ভোট পরবর্তী হিংসার খবর জেলায় জেলায়। এর জেরে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছ থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদসংস্থা সূত্রে এমনই খবর।
Ministry of Home Affairs has asked West Bengal Governor to send a report on the law and order situation in the state: Govt sources pic.twitter.com/Jt0RDKrlS4
— ANI (@ANI) May 6, 2021
নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করবে অমিত শাহের মন্ত্রক। ইতিমধ্যেই চার সদস্যের দল পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিকের নেতৃত্বে ওই দল বৃহস্পতিবারই রাজ্যে আসে। নবান্নে যায় ওই প্রতিনিধি দল। সূত্রের খবর, হিংসাগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পারে প্রতিনিধি দল। রাজ্য থেকে ফিরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবে ওই দল।
ভোট পরবর্তী হিংসা নিয়ে বুধবারই নবনির্বাচিত সরকারকে সতর্কবার্তা পাঠায় অমিত শাহের মন্ত্রক। বার্তায় বলা হয়, ভোট পরবর্তী হিংসা নিয়ে অবিলম্বে রিপোর্ট না পাঠালে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে। মঙ্গলবার একটি টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রশ্ন তোলা হয়, নির্বাচনোত্তর পশ্চিমবঙ্গে বিরোধী দলের আক্রান্ত কর্মীদের নিয়েও। রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার শপথগ্রহণের দিনই রাজ্যে হিংসা বন্ধের দাবিতে ধর্নায় বসে রাজ্য বিজেপি। সামিল হন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। এরপরই তদন্তদল গড়ে স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি রাজ্যপালের কাছেও রিপোর্ট চাইল অমিত শাহের মন্ত্রক।
Post a Comment
Thank You for your important feedback