মঙ্গলবার দুপুরের মধ্যেই ব্যপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামবে বৃষ্টি, সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরের পর থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। দক্ষিণবঙ্গে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টি হবে। ঝড়ের গতিবেগ ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে। আলিপুর হাওয়া অফিসের বক্তব্য, দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। ফলে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘের। দুইয়ে মিলেই ঝড়-বষ্টির সম্ভাবনা তৈরি হল। যদিও রাজ্যে প্যাচপ্যাচে গরম কমেনি। কিন্তু বৃষ্টির পূর্বাভাস স্বস্তির খবর দিল আম জনতাকে।
Post a Comment
Thank You for your important feedback