ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের জন্যই ভারতে বেড়েছে সংক্রমণ, জানাল WHO

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে জমায়েতকেই দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তাঁদের করোনা ভাইরাস সংক্রান্ত সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, ‘ভারতে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আঘাতের পিছনে রাজনৈতিক জনসভা এবং ধর্মীয় জমায়েতের বড় ভূমিকা রয়েছে’। WHO-এর ওই রিপোর্টে আরও বলা হয়েছে ২০২০ সালের অক্টোবর মাসে ভারতে করোনা ভাইরাসের নতুন প্রজাতির (বি.১.৬১৭) সন্ধান পাওয়া গিয়েছিল। এরপর সেটা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করে। করোনার এই নতুন প্রজাতি (যা ভারতীয় প্রজাতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে) দু’দফায় নিজের জিনগত চরিত্র পরিবর্তন (ডাবল মিউট্যান্ট) করে আরও শক্তিশালী হয়ে গিয়েছে বলেই জানিয়েছিল WHO। ফলে এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এই বিষয়ে সাবধান বার্তা দেওয়ার পরও ভারতে বিভিন্ন ধর্মীয় (মূলত কুম্ভমেলা) এবং রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাবেশ (পাঁচ রাজ্যের বিধানসভা ভোট) করার অনুমতি দেয় ভারত সরকার। ফলে সংক্রমণ আরও দ্রুত হয়। যার জেরে ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। প্রসঙ্গত এর আগে আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক পত্রিকা ‘ল্যানসেট’ এবং ঐতিহ্যবাহী ‘নেচার’ পত্রিকাও একই দাবি করেছিল তাঁদের প্রতিবেদনে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ভারতের ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশকেই দায়ী করল।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post