দিল্লিতে হচ্ছে না, তামিলনাড়ুর ৪ জেলায় ফের লকডাউন



করোনা সংক্রমণ দ্রুত বাড়লেও এখন দিল্লিতে ফের লকডাউনের কোনও সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার পরিষ্কার জানিয়েছেন এই কথা। তিনি বলেছেন, সরকারের এমন কোনও পরিকল্পনা নেই। অন্যদিকে, করোনা সংক্রমণ না কমায় তামিলনাড়ুর চারটি জেলায় ১৯ জুন থেকে ৩০ জুন সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। চেন্নাই, চেঙ্গালপাত্তু, থিরুভাল্লুর ও কাঞ্চিপুরমে চলবে ১২ দিনের এই লকডাউন। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে সোমবার। তারপর আপের বিধায়ক সঞ্জয় সিং জানিয়েছেন, ২০ জুন থেকে রাজধানীতে রোজ ১৮ হাজার নমুনা পরীক্ষা হবে। সর্বদলীয় বৈঠকে ঠিক হয়েছে, রাজ্য সরকারি হাসপাতালে ১,৯০০, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ২,০০০, বেসরকারি হাসপাতালে ১,০৭৮টি বেড যোগ করা হবে করোনা আক্রান্ত রোগীদের জন্য। অন্যদিকে, তামিলনাড়ুর সরাকির অফিসে ৩৩ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের অফিসে আসতে বারণ কার হয়েছে। ২ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। রবিবার পুরো বন্ধ থাকবে সবকিছু।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم