করোনায় আক্রান্ত কামাল লোহানি



করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। করোনায় আক্রান্ত কামাল লোহানী ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কামাল লোহানির শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুন সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার কোভিড টেস্টের রিপোর্টে তাঁকে করোনা পজিটিভ বলা হয়েছে। কর্মজীবনে কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা ছিলেন তিনি।
Google Ads

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم