অ্যাম্বুলেন্সে চড়ে পিপিই পরে ভোট দিলেন করোনা আক্রান্ত কংগ্রেস বিধায়ক কুনাল চৌধুরী। তাই গোটা বিধানসভা চত্বরই স্যানিটাইজ করা হচ্ছে ভোপালে। নির্বাচন কমিশন তাঁর ভোটদানে অনুমতি দিয়েছে। মধ্যপ্রদেশে রাজ্যসভার তিনটি আসনের জন্য ভোটগ্রহণ হয়েছে শুক্রবার। করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই ৮ রাজ্যে চলছে রাজ্যসভার ভোট। গত ২৬ মে ৫৫চি খালি রাজ্যসভার আসনের জন্য ভোট হওয়ার কথা ছিল। তবে করোনার জন্য তা পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সকাল থেকেই সর্বত্র ছিল তুমুল তৎপরতার মধ্যে শুরু হয় ভোট। স্বাস্থ্যবিধি মেনেই চলছে ভোটগ্রহণ। এরই মধ্যে সবার নজর রাজস্থান এবং গুজরাতে। বিজেপি-র হাত থেকে বিধায়কদের বাঁচাতে গুজরাতের কংগ্রেস তাঁদের রাজস্থানের রিসর্টে সরিয়ে নিয়ে গিয়েছিল। গুজরাতে বিজেপির বিধায়ক কেশরীনাথ সোলাঙ্কি ভোট দিতে এসেছিলেন অ্যাম্বুলেন্সে। মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়কদের নিজের বাড়িতে প্রাতঃরাশ করিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। এই রাজ্য থেকে কংগ্রেসত্যাগী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কংগ্রেসের দিগ্বিজয় সিংয়ের রাজ্য সভার নিশ্চিত। বাকি একটি আসনে জেতার সম্ভাবনা বিজেপির।
অ্যাম্বুলেন্সে চড়ে পিপিই পরে ভোট দিলেন করোনা আক্রান্ত কংগ্রেস বিধায়ক কুনাল চৌধুরী। তাই গোটা বিধানসভা চত্বরই স্যানিটাইজ করা হচ্ছে ভোপালে। নির্বাচন কমিশন তাঁর ভোটদানে অনুমতি দিয়েছে। মধ্যপ্রদেশে রাজ্যসভার তিনটি আসনের জন্য ভোটগ্রহণ হয়েছে শুক্রবার। করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই ৮ রাজ্যে চলছে রাজ্যসভার ভোট। গত ২৬ মে ৫৫চি খালি রাজ্যসভার আসনের জন্য ভোট হওয়ার কথা ছিল। তবে করোনার জন্য তা পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সকাল থেকেই সর্বত্র ছিল তুমুল তৎপরতার মধ্যে শুরু হয় ভোট। স্বাস্থ্যবিধি মেনেই চলছে ভোটগ্রহণ। এরই মধ্যে সবার নজর রাজস্থান এবং গুজরাতে। বিজেপি-র হাত থেকে বিধায়কদের বাঁচাতে গুজরাতের কংগ্রেস তাঁদের রাজস্থানের রিসর্টে সরিয়ে নিয়ে গিয়েছিল। গুজরাতে বিজেপির বিধায়ক কেশরীনাথ সোলাঙ্কি ভোট দিতে এসেছিলেন অ্যাম্বুলেন্সে। মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়কদের নিজের বাড়িতে প্রাতঃরাশ করিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। এই রাজ্য থেকে কংগ্রেসত্যাগী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কংগ্রেসের দিগ্বিজয় সিংয়ের রাজ্য সভার নিশ্চিত। বাকি একটি আসনে জেতার সম্ভাবনা বিজেপির।
إرسال تعليق
Thank You for your important feedback