বউবাজারে শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজ




গত বছরই বউবাজারে ধসের পর বন্ধ হয়ে গিয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ। আদালতের অনুমতিতে ফের সেই কাজ শুরু হলেও লকডাউনের জেরে ফের বন্ধ হয়ে যায় কাজ। টানেল বোরিং মেশিন সুরঙ্গেই আটকে পড়ে। লকডাউন কিছুটা শিথিল হতেই ফের শুরু হল বউবাজারে সুড়ঙ্গের কাজ। শুক্রবারই বউবাজারের দিক থেকে সুড়ঙ্গ খুড়তে শুরু করেছে টানেল বোরিং মেশিন ঊর্বী। মেট্রোর নির্মানকারী সংস্থা KMRCL-এর তরফে জানা গিয়েছে, বউবাজারে ধসের জেরে এখনো মাটির নীচে আটকে রয়েছে টানেল বোরিং মেশিন চণ্ডী। সেটা দিয়ে কাজ চালানো সম্ভব নয়। তাই উর্বীকে দিয়েই বাকি কাজ শেষ করতে চাইছে সংস্থা। টানেল বোরিং মেশিন ঊর্বীকে দিয়েই বউবাজার থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খোড়ার কাজ হবে।



বউবাজারে মেট্রোর জন্য ধস (ফাইল চিত্র, সূত্র ইন্টারনেট)
ইস্ট-ওয়েস্টমেট্রোর জন্য মাত্র ৮০০ মিটার সুরঙ্গ খোঁড়ার কাজ বাকি রয়েছে। সেক্টর ফাইফের থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রোপথ মাটির ওপর। বাকি হাওড়া ময়দান পর্যন্ত পথ মাটির তলায় তৈরি হচ্ছে। এরমধ্যে শিয়ালদহ থেকে বউবাজারের মধ্যে মাত্র ৮০০ মিটার সুড়ঙ্গের কাজই বাকি রয়েছে। এবার সেই কাজই শুরু করে দিল KMRCL । বউবাজরে ধসের কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কভাবেই চালু হয়েছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। এছাড়া করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সুরক্ষা ও স্বাস্থ্যবিধির দিকেও নজর দিচ্ছে সংস্থা। KMRCL জানিয়েছে, মোট ২০০ কর্মী নিয়ে তিন শিফটে ২৪ ঘন্টাই কাজ চলবে। কাজের সময় সকলের মুখে থাকবে মাস্ক ও ব্যবহার করা হবে হ্যান্ড স্যানিটাইজার। সুড়ঙ্গে ঢোকার সময় প্রত্যেকেরই থার্মাল চেকিং হবে। এই পথের সুড়ঙ্গ খোঁড়া সম্পন্ন হলেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ৯০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে বলেই জানিয়েছে KMRCL কর্তৃপক্ষ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم