আবারও মৃত্যু বল এক পূর্ণবয়স্ক হাতির। ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের সাউথ রায়ডাক রেঞ্জে। এই জঙ্গলের মারাখাতা বিট অফিসের পশ্চিম চেংমারি গ্রামে হাতিটিকে মৃত অবস্থায় দেখা যায়। মঙ্গলবার সকালে ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্র রাই জমিতে কাজ করতে গিয়ে দেখতে পায় যে তার কলাবাগান ও পাট ক্ষেতের মাঝে একটি হাতি মুখ থুবড়ে পড়ে রয়েছে। যদিও তিনি হাতিটিকে জীবিত ভেবে ভয় পেয়ে ওই জায়গা থেকে পালিয়ে যান। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্যের সাহায্যে বনদফতরকে খবর দেওয়া হয়। বনদফতরের কর্মীরা এসে হাতিটিকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে বনদফতর সূত্রে জানা গিয়েছে, সেটি একটি পূর্ণবয়স্ক মাকনা হাতি। সম্ভবত বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে হাতিটির। উল্লেখ্য, গত কয়েকদিনে এই নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগে দুটি হাতির মৃত্যুর ঘটনা ঘটল। বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের পরই বোঝা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে হাতিটির।
আবারও মৃত্যু বল এক পূর্ণবয়স্ক হাতির। ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের সাউথ রায়ডাক রেঞ্জে। এই জঙ্গলের মারাখাতা বিট অফিসের পশ্চিম চেংমারি গ্রামে হাতিটিকে মৃত অবস্থায় দেখা যায়। মঙ্গলবার সকালে ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্র রাই জমিতে কাজ করতে গিয়ে দেখতে পায় যে তার কলাবাগান ও পাট ক্ষেতের মাঝে একটি হাতি মুখ থুবড়ে পড়ে রয়েছে। যদিও তিনি হাতিটিকে জীবিত ভেবে ভয় পেয়ে ওই জায়গা থেকে পালিয়ে যান। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্যের সাহায্যে বনদফতরকে খবর দেওয়া হয়। বনদফতরের কর্মীরা এসে হাতিটিকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে বনদফতর সূত্রে জানা গিয়েছে, সেটি একটি পূর্ণবয়স্ক মাকনা হাতি। সম্ভবত বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে হাতিটির। উল্লেখ্য, গত কয়েকদিনে এই নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগে দুটি হাতির মৃত্যুর ঘটনা ঘটল। বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের পরই বোঝা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে হাতিটির।
إرسال تعليق
Thank You for your important feedback